চাঁদপুরে ১২ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে ১২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও ৪৭০ পিস চাই জালসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দিনগত রাতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপুট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- অর্জুন দেবনাথ (৪০) ও গৌতম দেবনাথ (৩০)। তারা স্থানীয় বাজারের ব্যবসায়ী।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় বাজারের দুটি দোকান ও দুটি গোডাউন থেকে অবৈধ ৩৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৭০ পিচ চাই জালসহ দুইজনকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এনামুল হাসান তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। এসময় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস