নেত্রকোনায় একাধিক মামলার ১৬ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৪ আগস্ট ২০২১

নেত্রকোনায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক, জুয়া, চুরি, মারামারি, ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি।

পুলিশ জানায়, পৌর শহরের নাগড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল্লাহ আল মামুন (৪২), দুগিয়া হতে একশ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. দ্বীন ইসলাম (৩০), সিধলাউর এলাকা হতে ছয় জুয়াড়ি মো. দুলু মিয়া (৩৩), মো. ওয়াসিম (৩৫), মো. মোবারক হোসেন গোলাপ (৪২), মো. জসিম উদ্দিন (৩০), মো. আব্দুল মুন্নাফ (৪৫) ও মো. সিদ্দিক মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় মো. সোহেল মিয়া (৩৭), মো. রায়হান মিয়া (২৪), মো. মোস্তফা মিয়া (৩০) ও মো. সোহেল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়।

অন্যদিকে মারামারি মামলায় সাতপাই এলাকা থেকে শ্রী সুমন চন্দ্র সরকার (৩৬), স্বল্প দুগিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমান (৫৫) ও পাঁচ কাহনিয়া গ্রামের মোছা. নাসরিন আক্তার (২০) ও আরমানকে (২৭) মোক্তারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।