ভারতের স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি দিলো বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৫ আগস্ট ২০২১

ভারতের ৭৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

রোববার (১৫ আগস্ট) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

এতে বলা হয়েছে, সকালে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষে সীমান্তের তিনটি বিএসএফ ব্যাটালিয়ন ও ২৮ বিএসএফ ক্যাম্পে শুভেচ্ছা উপহার হিসেবে এই মিষ্টি পাঠানো হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।