সকালে গ্রেফতার বিকেলে জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৫ আগস্ট ২০২১

চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় সাতদিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় (জাপা) হুইপ মো. শওকত চৌধুরী।

রোববার (১৫ আগস্ট) বিকেলে নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম মো. মেহেদী হাসান এ আদেশ দেন।

এর আগে ভোরে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে নীলফামারী আনা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে বাঙ্গালীপুর নিজপাড়ার স্থায়ী বাসিন্দা। ব্যবসা ও চিকিৎসার জন্য সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গার কাছে এক কোটি টাকা ধার গ্রহণ করেন তিনি।

দীর্ঘদিন ওই টাকা পরিশোধ না করায় ২০২০ সালের ২ ডিসেম্বর মামলার বাদী টাকা দাবি করলে সৈয়দপুর শাখার রূপালী ব্যাংকের নিজ নামে পরিচালিত হিসাব নম্বরের একটি চেক দেন শওকত চৌধুরী। বাদী ৩ ডিসেম্বর ওই টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান করেন ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই সালের ১৩ ডিসেম্বর উকিল নোটিশ প্রদান করেও কোনো জবাব না পেয়ে চলতি বছরের ২১ জানুয়ারি রংপুর কোতোয়ালি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে তার বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ জানায়, সংসদ সদস্য (রংপুর-১ আসন) ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা রংপুরের আমলি আদালতে সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীর বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) একটি মামলা করেন। ওই মামলায় ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সমন জারি হয়। সমন পাওয়ার পর নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানায় সৈয়দপুর থানা পুলিশ রোববার মালিবাগ থানা পুলিশের সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর এবং সেখান থেকে নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সাবেক ওই সংসদ সদস্য মো. শওকত চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে মো. শওকত চৌধুরীর আইনজীবী নূরুল জাকি স্টালিন বলেন, আদালতে জামিন প্রার্থনায় বিচারক তার সাতদিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাকে সংশ্লিষ্ট আদালতে (রংপুর) হাজির হয়ে জামিন নিতে হবে।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী চলতি বছরের ২৮ জানুয়ারি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন।

জাহেদুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।