জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৫ আগস্ট ২০২১
ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে নূরু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে কটিয়াদী পৌর এলাকার কামারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরু মিয়া কামারকোনা গ্রামের বাসিন্দা। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই বাড়ির জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে নূরু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে ঘরের নির্মাণ কাজের সময় তার ভাগনির ছেলে কলেজ ছাত্র জহিরুল ইসলাম (১৭) তার ওপর হামলা চালায়। এ সময় বন্ধুদের নিয়ে নির্মাণাধীন ঘর ভাঙচুরও করে তারা। এ সময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নূরু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন নূরু মিয়ার মৃত্যুর ঘটনা নিশ্চিত করলেও হামলার কারণেই তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি।

তিনি জানান, জমি নিয়ে নাতির সঙ্গে বিরোধ ছিল নূরু মিয়ার। এ ঘটনার জেরে হামলার ঘটনা ঘটে। তবে ঝগড়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েও মারা যেতে পারেন নূরু মিয়া। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।