শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মরে পড়েছিল শিশুটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৫ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের কাজীপুরে মুরগির খামারে বিদ্যুৎ সংযোগ দেয়া ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাকিবুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে ওই শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। সে উপজেলার কবিহার উত্তরপাড়া গ্রামের রঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কবিহার উত্তরপাড়া গ্রামে রহিম বক্সের ছেলে রুবেল মিয়া রাস্তার পাশেই মুরগির খামার করেছেন। খামারের পাশ দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজ তার থেকে অবৈধ সংযোগ নিয়ে খামারে শেয়াল মারতে ফাঁদ পাতেন তিনি। স্টিলের তৈরি জালে বিদ্যুৎ সংযোগ দেয়া হতো প্রতিদিন। অনেক আগে থেকেই এই কাজ করতেন ওই খামারি।

বড়শি দিয়ে মাছ ধরার জন্য বোলতার বাসা সংগ্রহ করতে রোববার সকালে বের হয় সাকিবুল। তবে অনেকক্ষণ পরও সে বাড়ি ফেরেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ দেয়া জালে আটকে পড়া শিশুটির মরদেহ দেখতে পান।

স্থানীয়রা আরও জানান, এ ঘটনার পর থেকে খামারে অবৈধ ওই বিদ্যুৎ সংযোগ খুলে রেখেছেন ওই খামারি।

কাজীপুর পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল্লাহ আল আমিন জানান, সংযোগটি অবৈধ হয়ে থাকলে খোঁজ নিয়ে ওই খামারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।