পিরোজপুরে বিষপানে বাবা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৬ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় জামাতার পরকীয়া প্রেমের জেরে বিষপানে মেয়ের পর বাবার মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃতরা হলেন- জাকির হোসেন (৪৮) ও তার কন্যা মোসাম্মাৎ জান্নাতি বেগম হ্যাপী (১৯)।

এ ঘটনায় মৃত জাকির হোসেনের বাবা মান্নান হোসেনে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত ফরিদ উদ্দিন হাওলাদারের ছেলে মামুন হোসেনের হাওলাদারের (২৫) সঙ্গে ছয় বছর আগে জান্নাতির বিয়ে হয়। কিন্তু মামুন পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বাধে। মামুন শ্বশুর বাড়িতে থাকলেও স্ত্রী জান্নাতিকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।

শনিবার (১৪ আগস্ট) রাতে আবারও অকথ্য ভাষায় গালাগালিসহ জান্নাতিকে মানসিক নির্যাতন করা হয়। এতে জান্নাতি রোববার দুপুরে বিষপান করেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেয়ের মৃত্যুর খবর শুনে ক্ষোভে দিবাগত রাতে জান্নাতির বাবা জাকির হোসেন বিষপান করেন। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয় মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, পরকীয়া প্রেমের সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে প্রথমে স্ত্রী জান্নাতি আত্মহত্যা করেন। মেয়ের পর বাবা জাকির হোসেনও আত্মহত্যা করেন। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।