ভৈরবে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, ১০ জেলেকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৬ আগস্ট ২০২১

ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল ও আট হাজার ৫৮০ মিটার রিং জাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধার জালগুলো নদের তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংস করা জালগুলোর মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

সোমবার (১৬ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস সৌরভ।

অভিযানে নিষিদ্ধ এসব জাল ব্যবহার করার অপরাধে ১০ জেলেকে আটক করা হয়। পরে ২২ হাজার টাকা জরিমানা আদায়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

নদ-নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযানে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।