কোটালীপাড়ায় ৫ শতাধিক প্রতিবন্ধী শিশুর মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৬ আগস্ট ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ শতাধিক প্রতিবন্ধী শিশুকে উন্নত খাবার ও শতাধিক স্বেচ্ছাসেবককে পাঞ্জাবি উপহার দিয়েছে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

সোমবার (১৬ আগস্ট) মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন চত্বরে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে ঘাঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাদের আলী মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির বিন সামছুদ্দিন, টিম লাইফ সাপোর্টের পরিচালক সুশান্ত মণ্ডল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে প্রতিবন্ধীদের মাঝে উন্নত খাবার বিতরণ ও ১০০ টাকা করে দেয়া হয়েছে। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে।

টিম লাইফ সাপোর্টের পরিচালক সুশান্ত মণ্ডল বলেন, গত এক বছর ধরে টিম লাইফ সাপোর্ট করোনা নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে। আমাদের কাজে খুশি হয়ে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকদের উপহার হিসেবে একেটি করে পাঞ্জাবি দিয়েছে। উপহার দেয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।

এ বিষয়ে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, মারুফ নামে আমার একটি প্রতিবন্ধী শিশু ছিল। শিশুটি ১১ বছর বয়সে মারা যায়। আজ ও বেঁচে থাকলে ওর বয়স হতো ১৭ বছর। ১৭ বছরের কিশোরের পেছনে মাসে যে টাকা খরচ হয় সেটি জমা করে রাখি। ওই জমানো টাকা আমি এলাকার প্রতিবন্ধী শিশুদের কল্যাণে ব্যয় করি।

মেহেদী হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।