চকরিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৭ আগস্ট ২০২১

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে নাছির উদ্দিন নোবেল (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সায়ীদ আলমগীর/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।