সাংবাদিককে কুপিয়ে জখম : ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০২১

চুয়াডাঙ্গায় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় সোহেল রানা ডালিমের বড় ভাই মো. আরিফ বাদী হয়ে মামল করেন। পরে পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ায় অভিযান চালিয়ে অন্য দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, রাতে সাংবাদিক সোহেল রানা ডালিমের ওপর হামলার ঘটনার পরপরই জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাজু আহমেদকে গ্রেফতার করা হয়। বিকেলে সদর থানায় সাংবাদিক সোহেল রানা ডালিমের বড় ভাই মো. আরিফ মামলা করেন। মামলায় রাজু আহমেদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া আরও দু-তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে এজাহারনামীয় অন্য দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের তিনদিনের রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশি অভিযানে গ্রেফতার অন্য দুই আসামি হলেন- চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকার আব্দুল সাত্তারের ছেলে জান্নাত হোসেন (২৩) ও একই এলাকার নজরুল লতিফের ছেলে আল-মমিন (২২)। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এছাড়া রাজু ছাত্রলীগের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

সালাউদ্দীন কাজল/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।