সাপে কাটা রোগীকে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক, প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৭ আগস্ট ২০২১

ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাওন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের নুর চাদের পালিত সন্তান।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল শাওন। গভীর রাতে বিষাক্ত সাপ তার পেটে কামড় দেয়। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে শাওনকে আবার বাগানমাঠ কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কবিরাজ তাকে মৃত ঘোষণা করেন। পরে নিজ বাড়িতে এনে কবিরাজ দিয়ে আবারো ঝাড়ফুঁক চলে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে কবিরাজ আবার শাওনকে মৃত বলে চলে যান।

শাওনের পালিত বাবা নুর চাদ বলেন, ১৭ বছর আগে শাওনের বয়স যখন সাড়ে তিন মাস তখন তার মা জরিনা বেগম সাপের কামড়ে মারা যান। সেই থেকে আমি শাওনকে নিয়ে এসে লালন-পালন করে আসছি। মায়ের মতো শাওনেরও মৃত্যু হলো সাপের কামড়ে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুশফিকুর রহমান জানান, সাপের দংশনের পর রাত ৩টার সময় শাওনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছিল। শুনেছি তাকে যশোরে না নিয়ে গিয়ে কবিরাজি চিকিৎসা দেয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।