নীলফামারীতে ফের করোনা সংক্রমণ বাড়ছে
নীলফামারীতে ফের করোনার সংক্রমণ বৃদ্ধি শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জেলায় করোনা শনাক্তের হার কমে গেলেও হঠাৎ করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। গত পাঁচদিন গড়ে ৩ থেকে ১৪ জন করোনায় আক্রান্ত ছিল। এর আগে ৮০ থেকে ৯০ জন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছিল। লকডাউনে সেটি কমে এসেছিল।
নতুন শনাক্তদের মধ্যে সদরে ৯ জন, সৈয়দপুরে ১২ জন, জলঢাকায় তিনজন, ডোমারে দুইজন ও কিশোরগঞ্জে একজন রয়েছে। সংক্রমণের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।
অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ জন। জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৪৯১ জন। এর মধ্যে হাসপাতালে ২২ জন, হোম আইসোলেশনে ৪৬৮ জন ও রংপুর করোনা ডেডিকেটেড মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২৩ জন।
জাহেদুল ইসলাম/আরএইচ/এমকেএইচ