পরকীয়ার অপবাদে যুবককে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন
পিরোজপুরের নাজিরপুরে পরকীয়ার অপবাদ দিয়ে সমির হালদার (৩৫) নামের এক যুবককে হাত-পা বেঁধে রাতভর নির্যাতনে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ আগস্ট) ভুক্তভোগী বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনের নাম উল্লেখ করে পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
এর আগে গত ৬ আগস্ট (শুক্রবার) পাকুরিয়া গ্রামের খালার বসতঘর থেকে তাকে বের করে নির্যাতন করা হয়। পরে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
নির্যাতনের শিকার সমির হালদার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।
এ বিষয়ে সমির হালদার বলেন, খালাতো ভাইয়ের স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় খালার ঘর থেকে বের করে হাত-পা বেঁধে রাতভর তাকে নির্যাতন করেন পাকুরিয়া গ্রামের সিক্ত সরকার, ননী বেপারী, সুব্রত মালী, গোবিন্দ মালী, রতন মালী, মানিক মালী, অনূপ মণ্ডল, রতন বৈরাগী, দীপক মালীসহ বেশ কয়েকজন। পরদিন সকালে তাকে ছেড়ে দিলে স্থানীয়দের সহযোগিতায় তিনি নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পেয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
আরএইচ/এএসএম