খুলে দেয়া হলো উত্তরা গণভব্নসহ নাটোরের সব পর্যটনকেন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ আগস্ট ২০২১

সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খুলে দেয়া হচ্ছে নাটোরের সব পর্যটনকেন্দ্র। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উত্তরা গণভবন উন্মুক্ত ঘোষণা করেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ।

করোনার কারণে ঐতিহ্যবাহী এই পর্যটনকেন্দ্রটিসহ নাটোরের রাজবাড়ি, হালতি বিল, চলনবিল, রানি ভবানীর রাজবাড়ি এবং গ্রিনভ্যালি পার্কসহ সব স্থাপনা বন্ধ করে দেয়া হয়েছিল। তবে সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করায় স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে এসব পর্যটনকেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে।

jagonews24

নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ জানান, জনগণের বিনোদনের কথা চিন্তা করে বিনোদন স্পট খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রেজাউল করি রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।