পর্যটকদের সুন্দরবনে যেতে এখনো মেলেনি অনুমতি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

দেশে করোনা পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ সাড়ে চার মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত করা হয়েছে দেশের সব বিনোদনকেন্দ্র।

প্রস্তুতি শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খোলা শুরু করেছে পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু অনুমতি না মেলায় সুন্দরবনে ঘুরতে যেতে পারবেন না ভ্রমণপিপাসুরা। তবে করোনা পরিস্থিতি ইতিবাচক থাকলে দেশি-বিদেশি পর্যটকদের বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

jagonews24

পূর্ব সুন্দরবনের করমজল স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না মেলায় সারাদেশের মতো সুন্দরবন পর্যটকদের জন্য আজ উন্মুক্ত করতে পারেননি তারা।

jagonews24

বন বিভাগ সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে গত ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার পর গত সাড়ে চার মাসে প্রায় ১২ লাখ টাকার রাজস্ব হারিয়েছে বন বিভাগ।

jagonews24

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন উন্মুক্ত করার জন্য কোনো আদেশ এখন আমার কাছে আসেনি। তাই পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা যাচ্ছে না। আদেশ এলেই সর্বসাধারণের জন্য সুন্দরবন আবারও উন্মুক্ত হবে।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।