করোনা : চুয়াডাঙ্গায় আরও ৪ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৮টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলার সাতজন, আলমডাঙ্গার সাতজন, দামুড়হুদার ছয়জন এবং জীবননগরের একজন রয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৭২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ২০৩ জন।
সালাউদ্দীন কাজল/এসজে/এমএস