লক্ষ্মীপুরে করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২১ আগস্ট ২০২১

করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রায়হান (৪৭) মারা গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোহাম্মদ রায়হান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, প্রায় ২০ দিন ধরে রায়হান করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ১০ দিন আগে তাকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ফুসফুসের ৮৫ শতাংশ ব্লক হয়ে গেছে বলে জানা গেছে। সকাল ৯টার দিকে তার মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে।

তিনি আরও বলেন, বাদ যোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে পৌরসভার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

কাজল কায়েস/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।