স্কুলছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগে দুই বন্ধু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২১ আগস্ট ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রী (১৭) ধর্ষণ ও মোবাইলে সেটি ধারণ করার অভিযোগে দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আবদুর রহমান (২৮) ও ইবরাহীম (২২)।

এজাহার সূত্র জানায়, শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রী নোট নেয়ার জন্য বান্ধবীর বাড়ি যাচ্ছিল। পথে আবদুর রহমান তাকে মুখ চেপে নির্মাণাধীন একটি নির্জন বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। কিছুক্ষণ পর ফোন করে বন্ধু ইবরাহীমকেও ডেকে নিয়ে আসেন। পরে ওই স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। সন্ধ্যার দিকে নির্যাতনের শিকার ওই ছাত্রীকে যেতে দেন তারা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও চুরির মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এফআরএম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।