দক্ষিণ আফ্রিকায় দোকান কর্মচারীর হাতে বাংলাদেশি খুন
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের (কেপটাউনে) মেসেল বে এলাকায় নিজের দোকান থেকে জামাল খান (৪৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (২০ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জামাল খান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামের আলি আহমদের ছেলে। ১০ বছর আগে জীবিকার উদ্দেশ্যে তিনি দক্ষিণ আফ্রিকায় যান। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
জামালের ব্যবসায়িক পার্টনার রফিক মিয়া জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় তাদের দোকান কর্মচারী জাম্বিয়ার নাগরিক জামালকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর ৭০ হাজার র্যান্ড (৩ লাখ ৯০ হাজার ২৪১ টাকা) নিয়ে পালিয়ে যান।
তিনি আরও জানান, ময়নাতদন্তের পর তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস