নাটোরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাটোরে দুই কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২১ আগস্ট) রাত ১১টায় নাটোর সদর উপজেলার রামনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রানা আহমেদ (২৮) রামনগর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে র্যাবের একটি দল রামনগর গ্রামে অভিযান চালায়। এসময় দুই কেজি ৫০ গ্রাম গাঁজাসহ রানা আহমেদকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার রানা পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করছেন। এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রেজাউল করিম রেজা/ইএ/এমএস