ভাসানচর থেকে পালানোর সময় আরও ৩ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ আগস্ট ২০২১

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় আরও তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শনিবার (২১ আগস্ট) দিনগত রাতে তিন রোহিঙ্গাকে আটকের পর ভাসানচর থানায় সোপর্দ করা হয়।

আটকরা হচ্ছেন-১০ নম্বর ক্লাস্টারের জি-২ কক্ষের আবুল কালামের ছেলে ওসমান (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের কে-৫ কক্ষের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) এবং ২৬ নম্বর ক্লাস্টারের ডি-১১ কক্ষের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।

ইকবাল হোসেন মজনু/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।