টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:০১ পিএম, ২২ আগস্ট ২০২১

টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শামীম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২২ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শামীম ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক শামীম ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন অটোরিকশার এক যাত্রী। আহত ওই যাত্রীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।