নোয়াখালীতে চোলাই মদসহ কারবারি আটক
নোয়াখালীর চাটখিলে ৩০ লিটার চোলাই মদসহ মাদক বিক্রেতা আবদুর রহমান ওরফে তাজুল ইসলাম প্রকাশ দাইয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।
তিনি জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাটখিল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ভীমপুর গ্রামের মনহাজী ব্যাপারীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। সেই সঙ্গে তাজুল ইসলাম প্রকাশ দাইয়াকে আটক করেন উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস।
আটক তাজুল ইসলাম ওই বাড়ির মৃত দুলামিয়া ব্যাপারীর ছেলে।
ইকবাল হোসেন মজনু/এফআরএম/এমএস