নোয়াখালীতে আগুনে পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি
নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
রোববার (২২ আগস্ট) দুপুরে চৌমুহনী রেলস্টেশন মার্কেটে এ ঘটনা ঘটে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে মো. শাহাবুদ্দিনের সাহা হোমিও হল, কামরুজ্জামান রিয়াজের রড সিমেন্টের দোকান ও রতন সাহার তুলা-জুটের দোকান।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমকেএইচ