ভোলায় ৭ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২২ আগস্ট ২০২১

ভোলায় পৃথক অভিযানে আনুমানিক ৭ কোটি টাকা মূল্যের ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২২ আগস্ট) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা বি এন এস এম তাহসিন রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের খেয়াঘাট ও কালিনার্থ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ব্যাটারিচালিত অটো থেকে ওই কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান। রোববার সকালে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

জুয়েল সাহা বিকাশ/এফআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।