কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২২ আগস্ট ২০২১

নাটোরের সিংড়ায় কৃষককে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে মকলেছ আলী নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

রোববার (২২ আগস্ট) উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সকালে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের ১১টি গরু ৫ নম্বর ওয়ার্ড সদস্যের (মেম্বার) জমিতে প্রবেশ করে। এ সময় তারা গরুগুলো বেঁধে রাখলে শাহাদত ও বেলায়েত সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে ও অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে স্থানীয়দের অনুরোধে তাদের ছেড়ে দেন ওই ইউপি সদস্য।

এ বিষয়ে অভিযুক্ত ইটালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমির ফসল নষ্ট করায় তাদের ধরা হয়েছিল। লাঠি দিয়ে দুয়েকটি আঘাত দেয়ার কথা স্বীকার করেছেন তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।