মোটরসাইকেলে প্রাণ গেলো চাচা-ভাতিজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২২ আগস্ট ২০২১
ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের ফিশারীপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাচা মুরতুজ আলী (৬৫) উপজেলার মোহনপুর গ্রামের মৃত কোরবান ডাক্তারের ছেলে ও ভাতিজা রুবেল মিয়া হলেন জয়নাল আবেদিন ওরফে তারা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরতুজ আলী ও রুবেল মিয়া মোটরসাইকেলে করে মোহনগঞ্জ থেকে নিজ বাড়িতে আসছিলেন। সন্ধ্যায় ওই এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।