র‌্যাব-পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৩ আগস্ট ২০২১

নাটোরের বড়াইগ্রামে র‌্যাব ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

আটকরা হলেন- পাবনা জেলার সাথিয়া উপজেলার গোপালপুর গ্রামের সোহরাব আলী মাস্টারের ছেলে এরশাদ আলী (৩৫) ও হলুদঘর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোর্শেদ (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক ও নগর ইউনিয়নের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর কাছ থেকে র‌্যাব পরিচয়ে চাঁদা আদায় করে এরশাদ আলী ও সেলিম মোর্শেদ। পরে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম খানের কাছে চাঁদা দাবি করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব ও পুলিশের দুইটি ভুয়া আইডি কার্ড, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে। পরে বড়াইগ্রাম থানায় মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।