কৃষক সেজে পলাতক আসামিকে ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৩ আগস্ট ২০২১

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় কৃষকের ছদ্মবেশে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (২২ আগস্ট) বিকেলে খোকন মিয়া (৩০) নামের ওই আসামিকে গ্রেফতার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

খোকন উপজেলার বড়তলী-বানিহারী ইউপির দলবল গ্রামের আবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সিলেটের জালালাবাদ এলাকায় স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন খোকন। তার নামে নির্যাতনের মামলা করেন স্ত্রী। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন খোকন।

মোহনগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা জানান, খোকনকে ধরতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। প্রতিবারই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। তাই এবার লুঙ্গি পরে কৃষক সেজে তার বাড়ির পাশে অবস্থান নেই। এক পর্যায়ে তাকে ধরা সম্ভব হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।