অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর-দ্বিতীয় বিয়ে, যুবক গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগতিতে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও দ্বিতীয় বিয়ের অপরাধে করা মামলায় আরিফ উদ্দিন রাসেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পূর্ব চরসিতা গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, গত বছর উপজেলার চর পোড়াগাছা গ্রামের মো. রাজন আলীর মেয়ে সুরমা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন আরিফ উদ্দিন রাসেল। বিয়ের পর থেকে রাসেল বিভিন্ন অজুহাতে শ্বশুরবাড়ি থেকে টাকা আনেন। সম্প্রতি ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। স্ত্রী রাজি না হওয়ায় দ্বিতীয় বিয়ের হুমকি দিয়ে মারধর করে সুরমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। গত ৫ আগস্ট রাসেল শ্বশুরবাড়ি গিয়ে ফের যৌতুক চান। না দেওয়ায় স্ত্রীকে মারধর করে পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় সুরমা রামগতি থানায় মামলা করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও গোপনে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম