শিশুকে অপহরণ করে ৪০ লাখ টাকা দাবি, চাচাত ভাই গ্রেফতার
নাটোরের বড়াইগ্রামে আপন চাচাত ভাইকে অপহরণের অভিযোগে কামরুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত আট বছরের শিশু আলহাজকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেফতার কামরুল হাসান উপজেলার বাগডোব গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে এবং অপহৃত শিশু কামরুলের চাচা ফাদিল প্রামাণিকের ছেলে।

পুলিশ সুপার জানান, গত ২১ আগস্ট বেলা ১১টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় আলহাজ। পরদিন ২২ আগস্ট অজ্ঞাত একটি নাম্বার থেকে আলহাজের মুক্তিপণ বাবদ ৪০ লাখ টাকা দাবি করা হয়। এ বিষয়ে ওই দিনই বড়াইগ্রাম থানায় মামলা করেন শিশুটির বাবা ফাদিল প্রামাণিক। পরে ২২ আগস্ট রাতেই লক্ষীকোল বাজার থেকে কামরুলকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল জানিয়েছে টাকার লোভে এবং বন্ধু রুবেলের পরামর্শে চাচাত ভাইকে অপহরণ করেন তিনি।
রেজাউল করিম রেজা/এফআরএম/জেআইএম