কিশোরগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় আইভি রহমানকে স্মরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৪ আগস্ট ২০২১

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আইভি রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা মহিলা আওয়ামী লীগের নেতারা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আসমার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী বিলকিছ বেগম, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, নারীনেত্রী ফৌজিয়া জলিল নেন্সি, শাহীন সুলতানা ইতি, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন খানা মোল্লা সুমনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

jagonews24

বক্তারা শহীদ আইভি রহমানের আত্মত্যাগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং বিএনপি-জামায়াতের মদদে চালানো বর্বরোচিত গ্রেনেড হামলা মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

২০০৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় গুরুতর আহত হন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও নারীনেত্রী আইভি রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান।

নূর মোহাম্মদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।