নীলফামারীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৪ আগস্ট ২০২১

নীলফামারীতে একটি ট্রাক লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শাকিল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনের কাজীরহাট অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিলের বাড়ি নওগাঁয়। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন। আহতরা হলেন-ট্রাকচালক হাসান মাহমুদ (৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪২)।

প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম জানান, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক কাজিরহাট লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনা মেইল ট্রেনটি খুলনা যাচ্ছিল। ট্রাকটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার শাকিল ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চিলাহাটি রেল মাস্টার আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ১২ ঘণ্টার পর সন্ধ্যা ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।