রাস্তা সংস্কারের টাকা না দেওয়ায় মারধর, অটোচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১১ এএম, ২৮ আগস্ট ২০২১

লক্ষ্মীপুরে চলাচলের অনুপোযোগী কাঁচা রাস্তা সংস্কার করে চাহিদা মতো টাকা না পেয়ে মারধরে শফিক মোল্লা নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সফিক একই এলাকার মজিদ মোল্লার ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, চররমনী মোহন গ্রামের একটি কাঁচা রাস্তাটি বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। সম্প্রতি স্থানীয় তৌহিদ হোসেন ও মমিন উল্যাসহ কয়েকজন যুবক রাস্তায় বালু দিয়ে সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন। এরপর থেকে চলাচলকারী যানবাহন চালকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা তুলেন তারা। শুক্রবার বিকেলে অটোরিকশাচালক শফিক যাত্রী নিয়ে ও মিন্টু নামে এক মোটরসাইকেল আরোহী রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় তৌহিদ ও মমিনের লোকজন তাদের কাছ থেকে ২০০ টাকা দাবি করে। কিন্তু তারা ১০০ টাকা দিয়ে যায়। সন্ধ্যায় ফেরার পথে তারা আবার সফিকের রিকশার গতিরোধ করে ৫০০ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তৌহিদ ও মমিনসহ সহযোগীরা তাকে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় বাড়ি গিয়ে তিনি কয়েকবার বমি করে রাত ৮টার দিকে মারা যান।

murdr1

পরে শফিকের মরদেহ রাত সাড়ে ১২ টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, ১০০ টাকা নিয়ে শফিক ও অভিযুক্তদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। পরে শফিক মারা যান। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।