টিভিতে দেখা কৌশলে ভয়ংকর চন্দ্রবোড়া বন্দি করলো কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৮ আগস্ট ২০২১

টেলিভিশনে দেখা কৌশল কাজে লাগিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ভয়ংকর বিষধর সাপ চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) বন্দি করেছে এক কিশোর।

শুক্রবার বিকেলে উপজেলার হাসাইল বাজার মাছঘাট এলাকায় পদ্মা নদীর শাখা পয়েন্টে সাপটি বন্দি করে কিশোর আলভী। আজ (শনিবার) দুপুরে জেলা বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়।

jagonews24

ওই শিশুর বাবা হাসাইল বাজারের হোটেল ব্যবসায়ী রিপন শিকদার বলেন, ন্যাশনাল জিওগ্রাফিক ও ডিসকভারি চ্যানেল দেখে আমার ছেলে আলভী সাপ ধরা আয়ত্ত করে। সে সাপটি নদীতে ভেসে আসতে দেখে বন্দি করে। পরে প্লাস্টিকের একটি জারে রাখা হয়।

jagonews24

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সাপটি দুই ফুট লম্বা। আজ দুপুরে এটি হস্তান্তর করেছে কিশোর। সাপটি চট্টগ্রামে একটি সংস্থার কাছে পাঠানো হবে, ভেনাম তৈরির কাজে।

এদিকে এ এলাকায় মাসখানেক আগেও একটি বড় চন্দ্রবোড়া ধরা হয়েছিল। পরে স্থানীয়রা পিটিয়ে সাপটি মেরে ফেলে। কিছুদিন পরপর চন্দ্রবোড়া আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

আরাফাত রায়হান সাকিব/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।