বাবার মুগুরের আঘাতে মাদকসেবী ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৯ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিতারজান গ্রামের আলী আমজাদের ছেলে আব্দুল হক (২৮) মাদক সেবনের জন্য প্রায়ই বাবার কাছে টাকা চাইতেন। টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। শনিবার রাতেও আব্দুল হক মাদক সেবনের জন্য তার বাবা আলী আমজাদের কাছে টাকা চান। এ সময় বাবা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আব্দুল হক তাকে গালিগালাজসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

এক পর্যায়ে আলী আমজাদ উত্তেজিত হয়ে মুগুর (কাঠের তৈরি শক্ত হাতল) দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছেলে আব্দুল হক মারা যান। পরে আলী আমজেদ নিজ বসতঘরের বারান্দায় ছেলের মরদেহ পুঁতে রাখেন।

সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী আলী আমজেদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আলী আমজাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।