সাতক্ষীরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩
সাতক্ষীরায় পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৯ আগস্ট) দুপুরে শহরের মিল বাজারের র্যাব-৬ কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সাতক্ষীরা সদর উপজেলার সুন্দরবন টেক্সটাইল মিলের সামনে চেকপোস্ট বসায় র্যাব। সন্দেহজনক (ঢাকা-মেট্রো-গ-১৬-০১৫৬) একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। এ সময় শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (২৮), বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে মো. রায়হান বিপ্লব (২৮) ও শহরের গরেরকান্দা এলাকার মৃত দেসের গাজীর ছেলে মো. আনিছ গাজীকে (৩৫) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তিন হাজার ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমকেএইচ