৫ লাখ টাকা হলেই সুস্থ হতে পারে সাফিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৯ আগস্ট ২০২১

লালমনিরহাটের কালীগঞ্জে অজানা রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছে দুই বছরের শিশু সাফিন। মাত্র পাঁচ লাখ টাকার ব্যবস্থা হলেই স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে সে।

স্থানীয়রা জানান, বাবা-মায়ের ঘর আলো করে পৃথিবীতে আসে সাফিন। জন্মের কিছুদিন পর পায়ে অজানা রোগ দেখা দেয়। ক্রমেই তার একটি পা ফুলে যেতে থাকে। এরপর স্থানীয় ও রাজধানীতে একাধিক চিকিৎসক দেখিয়েও লাভ হয়নি। বাবা-মায়ের সামনে অসহ্য যন্ত্রণায় সারাক্ষণ ছটফট করতে থাকে সে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাহিনসা বলেন, শিশুটির দ্রুত অপারেশনের জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

jagonews24

সুমন মিয়া বলেন, টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না। একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? ছেলে চিকিৎসা করতে ৪-৫ লাখ টাকার প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমার পরিবারের পক্ষে সম্ভব নয়।

তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

মো. রবিউল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।