ভাঙ্গায় বিপুল পরিমাণ চায়না জাল জব্দ-জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ৩০ আগস্ট ২০২১

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ হাজার মিটারের বেশি জাল জব্দ করা হয় ও জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা বাজারের কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকতা দেবলা চক্রবর্তী জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো ভস্মীভূত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এন কে বি নয়ন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।