ফরিদপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে লেগুনার ধাক্কায় নিহত এক
ফরিদপুরের সদরপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে লেগুনা। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক শহিদুল ইসলাম (৩৮) মারা গেছেন। তিনি উপজেলার বাইশরশি গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী বাঁধানোঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে শহিদুল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় ফরিদপুর থেকে সদরপুরগামী একটি লেগুনা মোটরসাইকেলটিতে পেছন দিক থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) সুব্রত গোলদার জানান, মরদেহের সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক লেগুনাটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে লেগুনার চালক পলাতক। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এন কে বি নয়ন/এএএইচ/জিকেএস