১৪ ঘণ্টা ধরে মর্গে বৃদ্ধের মরদেহ, খোঁজ মেলেনি ওয়ারিশের
নীলফামারী জেনারেল হাসপাতালে আক্তার নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যাওয়ার ১৪ ঘণ্টা পার হলেও কোনো ওয়ারিশ মেলেনি। ফলে হাসপাতালের মর্গে পড়ে আছে ওই ব্যক্তির নিথর দেহ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত আক্তারের বাবার নাম ফয়জার রহমান। তার বাড়ি নীলফামারী পৌরসভার কলেজ স্টেশন এলাকায়।
হাসপাতালের পুরুষ ওয়ার্ড ইনচার্জ মাসুদা বেগম বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) শেষ বিকেলে শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বৃদ্ধ আক্তার। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তবে আমরা অপেক্ষা করেও কোনো ওয়ারিশ না পাওয়ায় মর্গে তার মরদেহ পাঠিয়ে দিই।
এ বিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অমল চন্দ্র রায় বলেন, আমরা ওয়ারিশ না পেয়ে বিষয়টা পুলিশ এবং পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েছি।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, হাসপাতালের আরএমও অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে বলে জানান। আমরা ওই মরদেহের বিষয়ে কলেজ স্টেশন এলাকার ৪ নম্বর ওয়ার্ড কমিশনারকে জানিয়েছি। আমরা চেষ্টা করছি তার ওয়ারিশ খুঁজে বের করার।
নীলফামারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিশনার ইছা আলী বলেন, আমরা জানতে পেরেছি এ এলাকার একজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা তার ওয়ারিশ খুঁজে বের করার চেষ্টা করছি।
এসজে