চৌগাছায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, যুবক নিহত
যশোরের চৌগাছায় পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ইমামুল মণ্ডল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমামুল মণ্ডল ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। আহতরা হলেন- ইমামুলের চাচতো ভাই আহম্মদ আলী মণ্ডলের ছেলে রবিউল ইসলাম মণ্ডল ও কামাল হোসেন মণ্ডল।
যশোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার জানান, ইমামুল মণ্ডলে চাচাতো ভাই আহম্মদ আলী মণ্ডলের পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সে বিরোধের জেরে আহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম মণ্ডল, কুরবান মণ্ডল ও কামাল মণ্ডল এবং রবিউল মণ্ডলের ছেলে শান্ত মণ্ডল তার ওপর হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মতিয়ার রহমান ও তার ছেলে ইমামুল মণ্ডল আহত হন। আহত ইমামুলকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমামুল হাসান মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মিলন রহমান/আরএইচ/এএসএম