নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১

পাবনার ঈশ্বরদী উপজেলার পৌর সদরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেনারশী পল্লীর পাশে একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

মৃত শিশুটির নাম রিজ্জু। সে উপজেলার ফতেমোহাম্মদপুর বেনারশী পল্লী এলাকার হোসেন বিন পাশার ছেলে।

শিশুটির স্বজনরা জানান, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে শিশু রিজ্জুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে প্রচারণা চালানো হয়। শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

পরিবারের লোকজনের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পুকুরের পানিতে ডুবে শিশু রিজ্জুর মৃত্যু হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।