বরগুনায় চার মামলার আসামি মুসা বন্ড গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১১:৫৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১

বরগুনায় অস্ত্র ও মাদকসহ চার মামলার আসামি মুসা বন্ডকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুসা বন্ড বরগুনা পৌরসভার ধানসিঁড়ি রোড এলাকার কামাল খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা মাছ বাজার এলাকা থেকে মুসাকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও মাদকসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। শনিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মুসাকে গ্রেফতার করি। আগামীকাল (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মুসার বিরুদ্ধে কয়েকটি মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিলেন মো. মুসা ওরফে মুসা বন্ড। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি। পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যার প্রাপ্তবয়স্ক আসামিদের রায়ে মুসা বন্ড নির্দোষ প্রমাণিত হলে তাকে খালাস দেন আদালত।

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।