পাঞ্জাবির পকেটে মিলল ৯৪০ ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

ফেনীতে পাঞ্চাবির পকেট থেকে ৯৪০ ইয়াবাসহ মো. ইলিয়াছ (৩৭) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

আটক ইলিয়াছ কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার নাছির পাড়া এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে র‌্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ইলিয়াছকে আটক করা হয়। পরে তার পাঞ্জাবির পকেট থেকে ৯৪০ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক চার লাখ ৭০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।