মালিক-শ্রমিক দ্বন্দ্ব, বন্ধের ৮ ঘণ্টা পর ঝালকাঠিতে চলছে বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ঝালকাঠিতে মালিক-শ্রমিক সংঘর্ষে বন্ধের আট ঘণ্টা পর ফের আন্তঃজেলার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি সভার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। জেলার বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে।

এর আগে শনিবার দুপুরে বরিশাল-খুলনা রুটে সোহাগ পরিবহনের একটি বাসে লোকাল যাত্রী তোলে। এনিয়ে বরিশাল-পিরোজপুর রুটের সৌদিয়া পরিবহনের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাইদুল ইসলাম নামের একজনের হাত ভেঙে যায়। এরপর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা।

মো. আতিকুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।