সুনামগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীকে ধর্ষণ, ২ যুবক গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুরে একটি বাজারের পরিচ্ছন্নতাকর্মী নারীকে (৩৫) গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাদাঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারা হলেন-বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ওরফে কালা মিয়া (৪০) ও রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম।
তাহিরপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, বাদাঘাট ইউনিয়নে একটি বাসায় ছয় বছরের সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ওই নারী। তিনি স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় অভিযুক্ত দুই যুবক জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা করেন। দুজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/ এফআরএম/এএসএম