সিরাজগঞ্জে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

সিরাজগঞ্জ সদর উপজেলায় অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কাসেম আলী (২৮) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার জন রানা এক সংবাদ ‍বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সাইদুল ইসলাম (২০) বাসে করে ঢাকা থেকে সিরাজগঞ্জের নিজ বাড়ি শিয়ালকোলে ফিরছিলেন। মহাসড়কের নলকা এলাকায় নামলে অপহরণকারীরা জোরপূর্বক তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। পরে সাইদুলের ভাইয়ের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। পাশপাশি সাইদুলকে শারীরিক নির্যাতন করে তার কান্নার শব্দ পরিবোরকে শোনানো হয়। এ ঘটনায় ওইদিন রাতেই র‌্যাব-১২ বরাবর একটি লিখিত অভিযোগ করেন সাইদুলের পরিবারের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত সাইদুল ইসলামকে। এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। গ্রেফতার আসামি ও উদ্ধার করা ভিকটিমকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।