বজ্রপাতে মারা গেলো কৃষকের চার গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আবুল লতিফ নামের এক কৃষকের চারটি গাভী মারা গেছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) নাজির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোররাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়। এ সময় বজ্রপাতে কৃষক আব্দুল লতিফের গোয়ালঘরে থাকা পাঁচটি গাভির মধ্যে চারটি গাভি মারা যায়। আহত হয় আরও একটি গাভি।

চারটি গাভি মারা যাওয়ায় ওই কৃষকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে প্রাকৃতিক ঘটনায় কারো হাত নেই। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।